ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

মান্দা থেকে অপহৃত স্কুলছাত্রী ৫ দিন পর ঢাকায় উদ্ধার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলার ভারশ ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পাঁচদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধারের পাশাপাশি অপহরণে যুক্ত যুবক রায়হানকে আটক করা হয়েছে। আটক রায়হান ভারশ মধ্যপাড়ার বেলাল হোসেনের ছেলে।
১৩ অক্টোবর সকাল সাড়ে ৯টায় পরীক্ষা দেওয়ার জন্য স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপরহরণ করা হয়। এ ঘটনায় ১৪ অক্টোবর নওগাঁ আদালতে শিক্ষার্থীর চাচা জুয়েল বাদী হয়ে চারজনকে আসামি করে অপহরণ মামলা করেন। আসামিরা হলোÑ রায়হান, তার বাবা বেলাল হোসেন, মা রেহেনা ও মামা সাইদুল হোসেন।
মামলার বাদী জুয়েল বলেন, মেয়েটি স্কুলে আসা-যাওয়া পথে বিভিন্নভাবে রায়হান নামে ওই যুবক তাকে বিরক্ত করত। বিষয়টি একাধিক বার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও যুবকের বাড়িতে জানানো হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন মামলা তুলে নিতে মেয়েটির শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, অধ্যক্ষসহ কয়েকজন আমাদের চাপ প্রয়োগ করছেন।
প্রতিষ্ঠানের সভাপতি ইমরুল কায়েশ বিপ্লব বলেন, ভুক্তভোগীর পরিবারকে আপসের জন্য চাপ প্রয়োগ করা হয়নি।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এসএম আব্দুস সালাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, রোববার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]