ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

রানীশংকৈলের মাঠে মাঠে রোপা আমনে সবুজের হাসি
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

চলতি রোপা আমন মৌসুমে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মাঠের পর মাঠে সবুজে ভরপুর। চোখ মেললেই সবুজ পাতার সমারোহ। ধানক্ষেতের পরিচর্যায় মাঠে ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানীরা। তাদের নিবিড় যত্ন আর ভালোবাসায় বেড়ে ওঠছে রোপা আমন। উপজেলায় এবার ২১৪৫০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
ভন্ডগ্রাম এলাকার কৃষক ফারুক আহম্মদ বলেন, এক একর জমিতে আমন ধান আবাদ করছি। সম্প্রতি গুড়ি গুড়ি বৃষ্টিতে ধান গাছের চেহারা অনেক সুন্দর দেখাচ্ছে।
উপজেলার বলিদ্বাড়া এলাকার হবিবর এবং পৌরশহরের নজরুল ইসলাম বলেন, নিয়মিত সেচ ও সার প্রয়োগ করার ফলে রোপা আমনের ধান সুন্দরভাবে বেড়ে উঠছে। কোনো রোগ-বালাইয়ের আক্রমণ না হলে ভালো ফলন পাবেন বলে তারা আশা করছেন। কৃষক যাতে ভালো ফলন পায় সেজন্য উপজেলার কৃষি অফিস নানারকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বলে জানান কয়েকজন কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ জানান, কৃষক যেন ভালো ফলন পায় সেজন্য কৃষি অফিস উঠান বৈঠক, গ্রুপ মিটিং, মোবাইলের মাধ্যমে নানারকম পরামর্শসহ সহযোগিতা করে যাচ্ছে। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় তেমন কোনো রোগ-বালাই চোখে পড়ছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]