থামছেই না ‘মা’ ইলিশ শিকার
মানিকগঞ্জ প্রতিনিধি
|
থামছেই না ‘মা’ ইলিশ শিকার মা ইলিশ সংরক্ষন অভিযানের ১৩ তম দিনে আজ ২১ অক্টোবর ভোরবেলা হতে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন অংশে পরিচালিত অভিযানে ‘মা’ ইলিশ শিকার ও ক্রয়-বিক্রয়ের সময় ১৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মাঝে ১৫ জনকে ১ বছর করে কারা দন্ড ও ২ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলো মো. উজ্জল সেক, মো. শামিম খা, মো. হায়দার সেক, মো. শফিক মোল্লা, মো. তালেব মোল্লা, মো. মিলন মন্ডল, মো. আলতাফ, মো. হাবু সেক, মো. একাব্বর সেক, মো.আব্দুল, আহাম্মদ, মো. রমজনা সেক, মো. আকতার হোসেন, মো. হাফিজ উদ্দিন ও মো. লতিফ। অভিযানে ৭ টি পয়েন্টে সর্বমোট ১ লক্ষ মিটার কারেন্ট জাল নিয়মমাফিক ধ্বংশ করা হয় ও ১০ টি মাছ ধরার নৌকা ডুবিয়ে দেওয়া হয়। জব্দকৃত ৪০ কেজি ইলিশ ২ টি এতিমখানায় বিরতন করা হয়। অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। অভিযানে সহযোগীতা করেন শিবালয় মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ।
|