কোটালীপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ড
গোপালগঞ্জ প্রতিনিধি
|
কোটালীপাড়া উপজেলা পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ড সোমবার সকাল ৭টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে ৩য় তালার তালাবন্ধ এ অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নজরুল ইসলাম জানান, বিদ্যুতের সর্ট সার্কিট থেকে উপজেলা পরিষদে ৩য় তালার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রুমে প্রথমে আগুনের সূত্রপাত্র ঘটে। অফিসের নাইটগার্ড ছলেমান মীর প্রকৌশলী দেবাশীষ বাগচীর রুমে আগুনের ধূয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে উপজেলা প্রকৌশলীর রুমের সমস্ত মালামাল পুড়ে গেছে। কোটালীপাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী জানান, অগ্নিকান্ডে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন স্কুলের সাইন্স ল্যাবের জন্য জাইকার ক্রয়কৃত ২০ লাখ টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি, ফটোকপি মেসিন, সোফাসেট, অফিস ডেকরেশন, আসবাবপত্র পুড়ে অন্তত ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সহায়তা করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
|