ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ১০:৩৮ এএম আপডেট: ২১.১০.২০১৯ ১০:৪৬ এএম | অনলাইন সংস্করণ

গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুরে কেয়া কম্পোজিট কারখানায় আগুন

গাজীপুরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া কম্পোজিট কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

সোমবার সকাল ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, সকালে কেয়া কম্পোজিট কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়‌নি।

ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিছুক্ষণ পর আবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]