ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

‘ধর্মঘটের আগে ক্রিকেটাররা আলোচনা করতে পারতেন’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ১০:৩৬ পিএম | অনলাইন সংস্করণ

‘ধর্মঘটের আগে ক্রিকেটাররা আলোচনা করতে পারতেন’

‘ধর্মঘটের আগে ক্রিকেটাররা আলোচনা করতে পারতেন’

ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ধর্মঘট নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি মনে করেন, ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দেওয়ার আগে পুরো বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানাতে পারতেন। শুরুতে হার্ডলাইনে যাওয়ায় ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তার অভিমত। তবে ক্রিকেটারদের দাবিদাওয়ার প্রতি সহানুভূতিশীল মন্ত্রীর আশা, সব সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা বা ধর্মঘটে যাওয়ার আগে ক্রিকেটাররা বিষয়টি বিসিবিকে জানাতে পারতেন। এমনকি আমাকেও জানাতে পারতেন। প্রথমেই হার্ডলাইনে যাওয়া তাদের উচিত হয়নি। এতে ক্রিকেট দুনিয়ায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি ক্রিকেটারদের দাবিদাওয়ার প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল। বিসিবির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই বিষয়টি সমাধান করা যাবে বলে আমি মনে করি।’

জাহিদ আহসান মনে করেন, এই সমস্যা সমাধানে বিসিবির পুরো অর্থনৈতিক সামর্থ্য রয়েছে। তিনি বলেন, ‘এমন তো নয় যে বিসিবির অর্থনৈতিক সমস্যা আছে। তাই এটির সমাধানও তারা সহজেই করতে পারবে। বোর্ডের সঙ্গে আমি কথা বলেছি। আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নিতে বলেছি।’



এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]