দ্বীপ রাাষ্ট্র ভানুয়াতুতে বাংলাদেশি ১১ যুবকের মানবেতর জীবন
ওরা ভাগ্য বদলের আশায় যেতে চেয়েছিলো অষ্ট্রেলিয়া
রাহাদ সুমন,বানারীপাড়া, বরিশাল
প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯, ৩:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
দ্বীপ রাাষ্ট্র ভানুয়াতুতে বাংলাদেশি ১১ যুবকের মানবেতর জীবন
বরিশালের উজিরপুর উপজেলার ১১ যুবক দুই বছর ধরে দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে আটকে পড়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভালো বেতনের প্রলোভনে ভাগ্য বদলের স্বপ্নে স্বপ্নায়িত হয়ে বাপের ভিটা বিক্রি ও ধার দেনা করে প্রশান্ত মহাসাগরের দেশ ভানুয়াতু গিয়ে এখন তারা অনাহারে-অর্ধাহারে অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন। তাদের নিয়ে দেশে পরিবার পরিজন ও স্বজনরা দুঃশ্চিন্তাগ্রস্থ।
আটকে পড়া ওই যুবকদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসা তো দূরের কথা তাদের বিদেশে পাঠাতে অনেকে হারিয়েছেন সহায় সম্বল আবার অনেকে ঋনী হয়ে তা পরিশোধে হিমশিম খাচ্ছেন। দ্বীপ রাষ্ট্রে আটকে পড়া উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের মৃত: সেকান্দার হাওলাদারের ছেলে আমির হোসেন হাওলাদার জানিয়েছেন, পাচারকারী দলের নেতা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাহুৎকাঠী গ্রামের পলাশ হাওলাদার (২৭) অষ্ট্রেলিয়াতে বিক্রয় কর্মী হিসেবে কাজ দেওয়ার কথা বলে দ্বীপ দেশ ভানুয়াতুতে নিয়ে যান। তারপর সেখানে আটকে রেখে পরিবারের সদস্যদের নিকট থেকে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেয়। আমির হোসেন সহ ১০৩ জন প্রতারনার শিকার বাংলাদেশী যুবকরা পাচারকারী দলের নেতাকে জন প্রতি ২০ লাখ টাকা দিয়ে এখন নিঃস্ব হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন বলেও তিনি জানান।
এদিকে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র হয়ে ভানুয়াতু হিউম্যান রাইটস কোয়ালিশন নামক একটি সেচ্ছাসেবী সংগঠন আটকে পড়া বাংলাদেশীদের সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। উজিরপুরের মুন্ডপাশা গ্রামের সজল জমাদ্দার জানিয়েছেন সে গত ২ বছর ধরে পাচারকারী দলের খপ্পরে পড়ে ভানুয়াতু দেশে আটকে রয়েছেন। নিজের সব অর্থ সম্পদ শেষ করে এখন সে নিঃস্ব ও রিক্ত। দেশে ফেরত এসে দিনমজুরের কাজ করা ছাড়া তার কোন উপায় নেই।
উজিরপুরের পূর্ব জয়শ্রী গ্রামের মোফাজ্জেল হাওলাদার জানিয়েছেন, প্রতারকচক্রের খপ্পরে পড়ে সে ভানুয়াতু দেশে রয়েছেন। বিভিন্ন সময়ে দালালরা তাকে নির্মম নির্যাতন করে দেশে থাকা স্বজনদের কাছ থেকে নগদ অর্থ লুটে নিয়েছে । এদিকে ভানুয়াতুতে আটকে পড়া বাংলাদেশীরা তাদের উদ্ধারে বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করেছেন।