ঢাবিতে চালু হল জোবাইক
ঢাবি প্রতিনিধি
|
![]() ঢাবিতে চালু হল জোবাইক ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস্ ঈ নোমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাকসু’র ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রব্বানীসহ ডাকসু’র নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ক্যাম্পাসে পরিবহন খাতের উন্নয়নে ‘জোবাইক’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘জোবাইক’ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং পরিবহন ব্যয় কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে নওফেল উপস্থিত সকলকে কার্বন মুক্ত পরিবেশ নিশ্চিত করতে জোবাইক ব্যবহার করার আহ্বান জানান। এছাড়া, উপস্থিত ছাত্র নেতাদের প্রতি দায়িত্ববান এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩০ টি বাইসাইকেল আনা হয়েছিল। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য তা বন্ধ রাখা হয়। স্মার্টফোন অ্যাপ ভিত্তিক এই সেবাটি নিতে ফোনে নির্দিষ্ট সফটওয়ার ইন্সটল দিয়ে ক্যাম্পাসে বসানো বুথ থেকে ১০০ টাকা ও বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডিকার্ড দিয়ে একাউন্ট খুলতে হবে। তারপর কিউআর কোড স্কেন করে চাইকেলটি আনলক করার পর থেকে প্রথম ৫ মিনিটে ২.৫০ টাকা এবং পরবর্তী প্রতি ১ মিনিটে ৪০ পয়সা খরচ হবে। ক্যাম্পাসের বিভিন্ন যায়গার বসানো বুথ থেকে টাকা লোড করা যাবে।
|