ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

সময়ের আলো সাক্ষাৎকার
আদর্শ উপজেলা গড়তেই কাজ করছি
আবু সুফিয়ান সফিক চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ, বগুড়া
আজিজ আহমেদ রুবেল বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০১৯ ১২:৫১ এএম | প্রিন্ট সংস্করণ

আদর্শ উপজেলা গড়তেই কাজ করছি

আদর্শ উপজেলা গড়তেই কাজ করছি

বগুড়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, সদর উপজেলাকে আদর্শ ও উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার কাজ করছি। ২০৪১ সালের পরিকল্পনার আলোকে কাজ করছি। দৈনিক সময়ের আলোকে দেওয়া সাক্ষাৎকারে বগুড়া সদর উপজেলার তরুণ এ রাজনীতিবিদ এ কথা বলেন।
 
আবু সুফিয়ান বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলাকে একটি ডিজিটাল ও আদর্শ উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করছি। 

তিনি বলেন, বগুড়া সদর উপজেলা শুধু একটি প্রাচীন স্থান নয় বরং ইতিহাস আর ঐতিহ্যের স্বাক্ষরও বলা যেতে পারে এই উপজেলাকে। প্রাচীন ইতিহাস জনগণের মধ্যে আঁকড়ে ধরে গড়তে চাই ডিজিটাল উপজেলা। প্রায় শত বছরের পুরনো এই উপজেলার সাধারণ মানুষের জীবন ও মান উন্নয়নের লক্ষ্যে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি বলেন, তবে এসব উন্নয়ন কাজের জন্য আরও বেশি সরকারি বরাদ্দের প্রয়োজন। সরকারি বরাদ্দ না বাড়লে জনগণের উন্নয়ন কাজ বাড়ানো সম্ভব নয় বলে আমি বিশ্বাস রাখি।

উল্লেখ্য, সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া। আয়তন    ১৭৬.৫৮ বর্গ কিলোমিটার। ১৯৮৩ সালে এটি উপজেলায় উন্নীত হয়। ৫ লাখ ৫৫ হাজার মানুষের বসবাস এ উপজেলায়। 

উপজেলার উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে আবু সুফিয়ান বলেন, আমি প্রথমবার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং স্থানীয় সংসদ সদস্য জিএম সিরাজের সঙ্গে থেকে উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড সাধন করেছি। তবে উপজেলার রাস্তাগুলোর বেহাল অবস্থা। পরিকল্পনা করেছি সরকারি বরাদ্দ আসা মাত্র কাজ শুরু করব। রাস্তার পাশে আলোর ব্যবস্থা করব। পরিচ্ছন্ন উপজেলা গড়তেও কাজ করছি। সন্ত্রাস, মাদক ও বাল্যবিবাহ শিক্ষানগরী গড়ার লক্ষ নিয়ে কাজ করছি।

আবু সুফিয়ান বলেন, উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ করতে আমি অঙ্গীকারবদ্ধ। উন্নত শিক্ষাব্যবস্থা, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা, খেলাধুলা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছি। কৃষকদের অল্প মুনাফায় ঋণ প্রদান ও কৃষি সরঞ্জামের ব্যবহার নিশ্চিতকরণ নিয়েও কাজ করছি।

রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আবু সুফিয়ান একজন উদার মনের মানুষ হিসেবে পরিচিত। ছাত্রজীবনে ১৯৮৭ সালে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।






এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]