ফিনল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
সময়ের আলো ডেস্ক
|
![]() ফিনল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন ফিনল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে সোমবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির মিস্টার ডন নামক অভিজাত রেস্তোরায় স্মরণ সভার আয়োজন করা হয়। জাতীয় শোক দিবসের স্মরণ সভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির। স্মরণ সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন। স্মরণ সভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভার আলোচনায় অংশ নেন সহসভাপতি ইকবাল হোসেন বকুল, সহসভাপতি পলাশ কামালী, সহসভাপতি তপন বঙ্গবাসী, আওয়ামীলীগ নেতা মোস্তফা আজাদ বাপ্পী প্রবীন প্রমূখ। ![]() ফিনল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন স্মরণ সভায় বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগষ্টের হত্যাকান্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভিতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোন বেইমানের সৃষ্টি না হয় সেদিকেও সতর্ক থাকার আহবান জানান। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাকিল, আওয়ামীলীগ নেতা ডক্টর জহির, রাজু মালেক, জিতু ইসলাম, মহিলা বিষায়ক সম্পাদক আবিদা সুলতানা নান্সি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ওয়াসীম জাবেদ দিপু, আওয়ামীলীগ নেত্রী শীরিন আক্তার, নুসরাত হোসেন, রোমেনা কবির, সোহানা পারভিন। |