সুপ্রিমকোর্টের
হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি নিয়োগ নিয়ে হতাশা প্রকাশ
করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন
খোকন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি
বলেন, ‘সরকার নয়জন বিচারপতি নিয়োগ দিয়েছেন। তাদের অনেকের নাম তালিকায় দেখে
জাতি হতাশ।’
ব্যারিস্টার খোকনের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিনউদ্দিন সভাপতির কক্ষে
সাংবাদিকদের বলেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি এটি তিনি (মাহবুবউদ্দিন)
রাজনীতিবিদ হিসেবে বলেছেন। অবশ্যই এটি আইনজীবী হিসেবে বলেননি।’ এদিকে সংবাদ
সম্মেলনে ব্যারিস্টার খোকন বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আজকে বিচারপতিদের
তালিকায় দুজন বিচারপতির নাম দেখা যাচ্ছে, যারা দেশের সবচেয়ে জনপ্রিয়
নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা
দিয়েছেন। আরেকজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা
দিয়েছেন। মনে হয় তাদের পুরস্কৃত করতে সরকারের পক্ষ থেকে সুপারিশের ভিত্তিতে
বিচারক নিয়োগ করা হয়েছে।’
ব্যারিস্টার খোকনের এমন বক্তব্যের ব্যাপারে
বার সভাপতি এএম আমিনউদ্দিন বলেন, ‘একটা বিচারককে বিচার করা হয় তার জীবনের
অনেকগুলো রায়ের মাধ্যমে। যদি আমার বিরুদ্ধে রায় দেন তাহলে উনি খারাপ বিচারক
হয়ে গেলেনÑ এ ধরনের মনোভাব তো আমাদের অবশ্যই থাকা উচিত নয়। বিচারক যখন রায়
দেবেন তার বিরুদ্ধে উচ্চতর আদালত আছে। তিনি আদালতে যাবেন। বিচারক রায় দিলে
তার বিরুদ্ধে কথা বলা আইনজীবী হিসেবে কোনোভাবেই কাম্য না।’ তিনি বলেন,
‘বিচারকার্য পরিচালনা করলে যদি মনে করেন উনারা সংক্ষুব্ধ, সেক্ষেত্রে উনারা
তো আপিলই করেছেন। কেন বিচারকদের বিরুদ্ধে বলবেন? এখন কেউ মামলায় হেরে
গেছেন, প্রত্যেকে বলবেন এ বিচার ঠিক হয়নি।’