রাজধানীর
রমনা থানায় করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত
সহ-সভাপতি এনামুল হক আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড
মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে
আরমানকে পাঁচ দিনের রিমান্ড শেষে হাজির করেন মামলার মামলার তদন্ত কর্মকর্তা
র্যাব-১-এর এসআই আবদুল হালিম। এ সময় মামলার তদন্তের স্বার্থে আসামিকে
আবারও জিজ্ঞাসাবাদের জন্য ফের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি।
অপরদিকে
আসামিপক্ষে রিমান্ডের আবেদন বাতিলের আবেদন করেন আইনজীবী সাইফুল ইসলাম
সুমন। শুনানি শেষে মহানগর হাকিম বাকী বিল্লাহ আসামিপক্ষের আবেদন নাকচ করে এ
আদেশ প্রদান করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে
জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা মামলার তদন্তের স্বার্থে
যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি রাজনৈতিক পদ ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ ঢাকা
দক্ষিণ এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই
করার জন্য তার উপস্থিতিতে আরও অভিযান পরিচালনা, বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট
সংগ্রহের বিভিন্ন তথ্য উদঘাটন, বিক্রয়ের সঙ্গে কে কে জড়িত তাদের
নাম-ঠিকানা সংগ্রহ, আসামি কার কাছ থেকে এবং কোথা থেকে এসব সংগ্রহ করেছেন
এবং মাদক ব্যবসার টাকা কোথায় রেখেছেন সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য আসামিকে
আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে ১৫ অক্টোবর
আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই
সঙ্গে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী
সম্রাটকে অস্ত্র ও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর
করেন আদালত।