ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

কাউন্সিলর মিজান রিমান্ড শেষে কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

অর্থ পাচার মামলায় গ্রেফতার কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে মিজানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এর আগে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে হাবিবুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি আদালতকে প্রতিবেদন দিয়ে বলেছে, আসামি হাবিবুর রহমানের হেফাজত থেকে উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের টাকার চেক এবং তার ছেলের নামে থাকা ১ কোটি টাকার স্থায়ী আমানতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামি ও তার স্ত্রী-সন্তানদের নামে কোন কোন ব্যাংকের হিসাব আছে, সে সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তবে আসামি তার আয়ের উৎস এবং ধন-সম্পদ নিয়ে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াসউদ্দিন আদালতকে প্রতিবেদন দিয়ে বলেছেন, আসামি কাউন্সিলর হাবিবুর রহমানের সুনির্দিষ্ট এ বৈধ জ্ঞা ত আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও তিনি প্রচুর অর্থ-সম্পদের মালিক হয়েছেন।



তবে হাবিবুর রহমানের আইনজীবীরা আদালতের কাছে দাবি করেছেন, এই মামলাটি হয়রানিমূলক। কোনো অপরাধ করেননি হাবিবুর রহমান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]