‘স্মৃতির দহন’- এ আইয়ুব বাচ্চু
বিনোদন ডেস্ক
|
![]() ‘স্মৃতির দহন’- এ আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান কিংবদন্তি ব্যান্ড তারকা-গিটার জাদুকর আইয়ুব বাচ্চু। বছর ঘুরে আবার এলো অক্টোবর। অর্থাৎ আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে আয়োজন করা হয়েছে ‘স্মৃতির দহন’ নামের একটি অনুষ্ঠান। শুক্রবার আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন বিকেল ৪টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘স্মৃতির দহন’ নামের বিশেষ এই অনুষ্ঠান। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করবেন এলআরবি’র প্রতিষ্ঠাকালীন সদস্য এসআই টুটুল, সাঈদ হাসান স্বপন, লতিফুল রহমান শিবলী এবং বাপ্পি খান। জামাল রেজার পরিচালনায় অনুষ্ঠানটির উপস্থাপনায় তানভীর তারেক। এছাড়াও ওইদিন দুপুর ১২টায় টিভি চ্যানলটি প্রচার করবে ‘আইয়ুব বাচ্চুর স্মরণে’ নামে আরও একটি অনুষ্ঠান।
|