সিনেপ্লেক্সে আসছে অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোনর ছবি
সময়ের আলো ডেস্ক
|
সিনেপ্লেক্সে আসছে অ্যাঞ্জেলিনা জোলি ও এমা স্টোনর ছবি শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের পর্দায় হাজির থাকছেন অ্যাঞ্জেলিনা
জোলি ও এমা স্টোনসহ এক ঝাঁক তারকা।
অ্যান্জেলিনা জেলির নুতন ছবি মুক্তি যাচ্ছে প্রায় পাচঁ বছর পর । ২০১৪ সালে মুক্তি পাওয়া ডিজনির ছবি ম্যালেফিসেন্ট,র সিক্যুয়াল ম্যালেফিসেন্ট :মিসট্রেস অব ইভিল নিয়ে দর্শকদের সামনে আসছেন তিনি। ছবির ট্রেলারে ভয়ঙ্কররূপে দেখা গেছে তাকে ।মাথায় শিং আর দুই ডানা নিযে বড় পর্দায় ফের জাদু দেখাবেন তিনি। বাই দ্য সি'র পর অনেক দিন সিনেমা থেকে বিরতি ছিল অ্যান্জেলিনা জোলি ।সেই বিরতি কাটিয়ে এ সিনেমার মাধ্যমেই ফিরেছেন তিনি।জোয়াকিম রোনিং পরিচালিত ছবির ইংরেজি ও হিন্দি দুই ভাষায় মুক্তি পাবে। অন্যদিকে ডাকিনীবিদ্যার প্রয়োগে প্রাণ ফিরে পাওয়া লাশকে বলা হয় ‘জম্বি’। পুরো আমেরিকা আসলে জম্বিদেরই দেশ- এরকম কাহিনী নিয়ে নির্মিত ‘জম্বিল্যান্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ২০০৯ সালে। প্রায় এক দশক পর দর্শকদের সামনে আসছে এ সিনেমার সিক্যুয়াল ‘জম্বিল্যান্ড: ডাবল ট্যাপ’। রুবেন ফ্লেচার পরিচালক সিনেমাটি পরিচালনা করেন । এতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন, অভিনেতা উডি হ্যারেলসন, জেসি আইজেনবার্গ, এবিগেইল ব্রেসলিন প্রমুখ। |