ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

গোপনেই বিয়ে করলেন নাদাল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০১৯, ২:৫৭ পিএম | অনলাইন সংস্করণ

গোপনেই বিয়ে করলেন নাদাল

গোপনেই বিয়ে করলেন নাদাল

টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা রাফায়েল নাদাল। টেনিসে মাঠে যেমন ছিলেন নাম্বার ওয়ান নিজের ব্যক্তি জীবনেও তিনি নাম্বার ওয়ান! ১৪ বছর প্রেম করেছেন প্রেমিকা ম্যারি জিসকা পেরেলোর  সঙ্গে। কিন্তু এ নাম্বার ওয়ান তারকা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সেই প্রেমিকার সঙ্গেই তবে সেটা অত্যান্ত গোপনে। শনিবার মায়োর্কার লা ফোরতাজেলাতে একটি জাকজমকপূর্ণ তবে অভ্যন্তরীণ আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সারেন নাদাল।

অনুষ্ঠানটি এতোটাই গোপনীয়তার সঙ্গে করা হয়েছে যে আমন্ত্রিত ৩৫০ জন অতিথি ব্যতীত আর কেউই ভেতরে প্রবেশ করতে পারেননি। যার ফলে বিয়ের কোনো ছবিই এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি স্পেনের গণ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন স্পেনের প্রাক্তন রাজা হুয়ান কার্লোসও।

নাদালের বিয়ের কথা জানা গিয়েছিল চলতি বছরের শুরুতেই। অক্টোবরে বিয়ে করার ব্যাপারে মোটামুটি আনুষ্ঠানিক ঘোষণাই দিয়েছিলেন ১৯ বার গ্র্যান্ড স্লাম জয়ী এ তারকা। তবে তার সঙ্গীর ইচ্ছাতেই খুব বেশি আয়োজন না করেই বিয়ের অনুষ্ঠান শেষ করা হয়েছে।

কিছুদিন আগেই এক স্প্যানিশ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্‍‌কারে নাদাল জানিয়েছিলেন, গত বছর প্রেমিকা জিসকা পেরোলোর সঙ্গে রোমে ছুটি কাটাতে গিয়েই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নাদাল। এ প্রস্তাবে নিঃসঙ্কোচে রাজি হয়ে যান জিসকা। ফলে আর অপেক্ষা করতে চাননি স্প্যানিশ টেনিস তারকা। তখনই সিদ্ধান্ত নেন ২০১৯ সালেই তারা বিয়ে করবেন। এর আগে অবশ্য গোপনে আংটি দেওয়া-নেওয়া সেরে ফেলেন দুজনে।

এদিকে কবজির ইনজুরির কারণে টেনিস কোর্ট থেকে আপাতত দূরে রয়েছেন নাদাল। লেভার কাপে পাওয়া এ চোটের কারণে শেষ করতে পারেননি সেই টুর্নামেন্ট। তবে আগামী বছরের শাংহাই মাস্টার্স ওপেনের মধ্য দিয়ে কোর্টে ফেরার আশা করছেন ৩৩ বছর বয়সী এ তারকা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoy[email protected]