ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯, ৬:৪৯ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই কোহলি

নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে খেলছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। মূলত গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেই বিরতিহীনভাবে খেলে আসছেন তিনি।

টিম ম্যানেজমেন্ট বেশ কিছু দিন যাবতই কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের খেলোয়াড়দের কাজের চাপ কমানোর বিষয়টিতে প্রাধান্য দিয়ে আসছে এবং বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার নীতি গ্রহণ করেছে। গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে শেষ দুই ওয়ানডে এবং টি-২০ সিরিজে সর্বশেষ বিশ্রাম নিয়েছেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করে সূত্রটি জানায়, ‘হ্যাঁ, বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজ তিনি খেলবেন না। কেননা তিনি বিরতিহীনভাবে খেলার মধ্যে আছেন এবং তার একটা বিশ্রাম দরকার। তিনি এক নাগারে অস্ট্রেলিয়া সিরিজ ,আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলছেন।

খেলোয়াড়দের কাজের চাপ ম্যানেজ করা বিশেষ করে যারা তিন ফর্মেটেই দলের হয়ে খেলে থাকে তাদের কাজের চাপ কমানোটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয়ে থাকে। খেলোয়াড়দের সতেজ রাখা এবং সব সময় তাদের কাছ থেকে সেরাটা পাওয়া নিশ্চিত করার লক্ষ্যেই এটা করা হয়ে থাকে।’

আগামী ২৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা করার কথা রয়েছে এবং মহেন্দ্র সিং ধোনির বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন নব-নির্বাচিত বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। গত জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই খেলার বাইরে আছেন ধোনি।

তবে বাংরাদেশের বিপেক্ষ দুই টেস্ট সিরিজে কোহলি খেলবেন বলে ধারণা করা হচ্ছে। কোহলি জানিয়েছেন লংগার ভার্সন রয়েছে তার হুদয় জুড়ে এবং ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসরের শিরোপা এনে দিতে কোনো ঘাটতি রাখতে চান না।



এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]