মুসলিমদের অন্যতম ইবাদত নামাজ। নামাজের মাধ্যমে হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। হৃদয় ও মন নরম হয়ে আসে। তখন আল্লাহকে ডাকলে তিনি সাড়া দিয়ে থাকেন। নবীজি (সা.) নামাজ শেষে কিছু আমল করতেন। আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আমরা নবীজির উম্মত হিসেবে এর অনুসরণ করা চাই।
হাদিসে এসেছে, রাসুল (সা.) নামাজ শেষ করে প্রথমে তিনবার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়তেন। তারপর এই দোয়াটি পড়তেন- ‘আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়ামিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম’। অর্থ, হে আল্লাহ! তুমি শান্তিদাতা, আর তোমার কাছ থেকেই শান্তি আসে, তুমি বরকতময়, হে সম্মান ও মর্যাদার অধিকারী! (তিরমিজি : হাদিস ৩০০)। তাই আসুন, আমরাও নামাজ শেষে নবীজি (সা.) এর এই সুন্নতটি পালন করি। আল্লাহর কাছে নিজেদের আত্মার প্রশান্তি কামনা করি।