ইসলামে খুনের শাস্তি ভয়াবহ
মাহমুদ সালেহীন খান
|
আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ জীব মানব হত্যা শিরকের পর সবচেয়ে ভয়াবহ অপরাধ। মানব হত্যাকারী ব্যক্তি আল্লাহর বিচারে খুনি। রাষ্ট্রের বিচারে খুনি। নিজের বিবেকের বিচারেও খুনি। নিজের ছেলেমেয়ে, বন্ধুবান্ধব, আপনজন, আত্মীয়-স্বজনের দৃষ্টিতেও খুনি। খুনি হিসেবে সবার অভিশাপ তাকে তাড়া করে। একজন মানুষের জীবনে এর চেয়ে বড় অভিশাপ আর কী হতে পারে, সে খুনি হিসেবে বেঁচে আছে? তারপর জীবন শেষ বিচারে চিরদিন জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করল, তার প্রতিফল হলো জাহান্নাম। সেখানে সে চিরকাল বসবাস করবে। আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হয়ে থাকেন, তাকে অভিসম্পাত করেন; আর তার জন্য ভয়ানক শাস্তি প্রস্তুত করে রেখেছেন।’ (সুরা নিসা : ৯৩) অথচ মানুষ সামান্য স্বার্থের কারণে, কখনও রাজনৈতিক কারণে নিষ্পাপ শিশুকে পর্যন্ত হত্যা করে ফেলছে। এ কী নিষ্ঠুরতা! অথচ যেকোনো ধর্মের মানুষ হোক বিনা কারণে রক্তপাত করা ইসলামের দৃষ্টিতে ঘৃণ্য অপরাধ। আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি কাউকে হত্যার অপরাধ বা দেশে ফ্যাসাদ সৃষ্টি করার অপরাধ ব্যতীত কোনো মানুষকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল।’ (সুরা মায়িদা : ৩২)। তাই খুনি সে যেই হোক, যে ধর্মের হোক, আর যে চেতনার হোক, যে কারণেই হোক, সবসময় সে মানব সমাজের জন্য, সভ্যতার জন্য হুমকি। মহান আল্লাহর এই বাণী এ কথার প্রমাণ। অন্যায়ভাবে মানুষ হত্যা কেয়ামতের অন্যতম আলামত। হাদিসে এসেছে ‘যে সত্তার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, অবশ্যই মানব সমাজে এমন সময় আসবে, খুনি জানবে না, সে কেন খুন করেছে, আর নিহত ব্যক্তি বুঝবে না, কিসের জন্য তাকে হত্যা করা হয়েছে।’ (মুসলিম, কিতাবুল ফিতান) |