ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯, ৬:৪২ পিএম আপডেট: ০৯.১০.২০১৯ ৬:৪৬ পিএম | অনলাইন সংস্করণ

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’

পাবজিকে সরিয়ে শীর্ষে ‘কল অব ডিউটি’

মোবাইল গেমের জগতে নতুন রেকর্ড গড়ল ‘কল অব ডিউটি’। প্রথম সপ্তাহের ডাউনলোডের নিরিখে যা টপকে গেল জনপ্রিয় মোবাইল গেম প্লেয়ার আননোওন'স ব্যাটলগ্রাউন্ডকে (পাবজি)। বাজারে আসার প্রথম সপ্তাহেই ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সীমা ছাড়িয়ে গেছে ১০ কোটি। যেখানে ‘পাবজি’ প্রথম সপ্তাহে ডাউনলোড করা হয়েছিল প্রায় দু’কোটি ৬৩ লক্ষ বার।

অক্টোবরের ১ তারিখ মুক্তি পাওয়ার পর গুগল প্লে স্টোর এবং আই স্টোর থেকে ‘কল অব ডিউটি’র ডাউনলোডের সংখ্যা দেখে চমকে গিয়েছেন গেম বিশেষজ্ঞরাও। সমীক্ষা কম্পানি ‘মোবাইল ইনসাইট’-এর প্রধান র‌্যান্ডি নেলসন বলেন, এই মোবাইল গেম একটি নতুন ইতিহাস সৃষ্টি করল।

চীনের ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্ট হোল্ডিং লিমিটেডের তৈরি এই গেমের আকর্ষণ হল এটি ফার্স্ট পারসন শুটার গেম। এ ছাড়া পাবজির তুলনায় অনলাইনে এই গেম ভালোভাবে খেলা যায় বলেও দাবি করেছেন তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]