ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

কাউন্সিলর মিজানের বাসা থেকে কোটি টাকার এফডিআর, পৌনে ৭ কোটি টাকার চেক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯, ৯:১২ পিএম আপডেট: ১১.১০.২০১৯ ১১:১৬ পিএম | অনলাইন সংস্করণ

কাউন্সিলর মিজানের বাসা থেকে কোটি টাকার এফডিআর, পৌনে ৭ কোটি টাকার চেক উদ্ধার
কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় তল্লাশি চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাসা থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার এফডিআর জব্দ করেছে র‌্যাব।

শুক্রবার দেশত্যাগের সময় শ্রীমঙ্গল থেকে আটক কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসায় অভিযান চলছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, শ্রীমঙ্গল থেকে আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়। আর ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয় তার বাসা থেকে।

ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে আটক করে র‌্যাব। শুক্রবার (১১ অক্টোবর) সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়। র‍্যাব জানিয়েছে, মিজান ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]