ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাবা মেয়ের মৃত্যু
রাজশাহী ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শিশুকন্যাকে নিয়ে কপোতাক্ষ ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বাবা। তবে পুলিশ বলছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রেলক্রসিং পারাপারের সময় বাবা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়।
নিহতরা হলোÑ নগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত জাহাঙ্গীর আলম মাখনের ছেলে কামরুজ্জামান রুবেল (৩০) ও তার তিন বছরের শিশুকন্যা রুবাইয়া খাতুন।
রাজশাহী জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী রেলস্টেশন থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। তবে ট্রেনটি প্রায় সোয়া এক ঘণ্টা লেটে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ভদ্রা জামালপুর রেলক্রসিং পার হওয়ার সময় কামরুজ্জামান রুবেল ও তার মেয়ে ট্রেনে কাটা পড়ে। এর মধ্যে রুবেল ঘটনাস্থলেই মারা যায়। মুমূর্ষু অবস্থায় তার শিশুকন্যা রুবাইয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তারও মৃত্যু হয়। এসআই মশিউর বলেন, এই ঘটনাটি আশপাশের লোকজন আত্মহত্যা বলে উল্লেখ করলেও ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। তারা ট্রেনের নিচে কাটা পড়েই মারা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]