প্রকাশ: রোববার, ১১ আগস্ট, ২০১৯, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত
ইতালিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ ৩১টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন প্রবাসীরা। রোমে জাতীয় ঈদগাহ ময়দান পিয়াচ্ছা ভিক্টোরিয়াতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে রোমের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করেন। এরপর অনেকেই পশু কোরবানি দিতে চলে যান রোমের অদূরে।
রাজধানী ছাড়াও লাতিনা রেশনাল সেন্টারে প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেন। এসব জামাতে মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।