ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শ্রীকান্ত রায় (২৮)। সে উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের ছেলে বলে জানা গেছে। রোববার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটলেও সোমবার দুপুরে নিহতের সত্যতা জানিয়েছে তার পরিবারের লোকজন। তবে বিএসএফের কাছ থেকে এ ধরনের কোনো মেসেজ পায়নি বলে জানিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি।
শ্রীকান্তের ভাই কালুকান্ত মোবাইল ফোনে জানান, রোববার সন্ধ্যায় ভারতের পাঞ্জাবে ইটভাটায় কাজ করার উদ্দেশে অবৈধপথে ভারতের খোঁচাবাড়ী ক্যাম্পের কাছে পৌঁছলে বিএসএফ গুলি করলে নিহত হয় শ্রীকান্ত। তিনি আরও বলেন, সারারাত লাশ পড়ে ছিল। সকালে খোঁচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবির মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার মোবাইল ফোনে বলেন, নিহতের পরিবারের লোকজন বলার পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবির সদস্যরা ঘটনা সম্পর্কে পরিষ্কার কিছু জানাতে পারেনি। তবে পরিবারের লোকজন লাশ ফেরত নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।