ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

সিসিক মেয়রকে নিয়ে দ্বিতীয়বারও ব্যর্থ বিমান উড্ডয়ন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ৬:২৪ পিএম | অনলাইন সংস্করণ

সিসিক মেয়রকে নিয়ে দ্বিতীয়বারও ব্যর্থ বিমান উড্ডয়ন

সিসিক মেয়রকে নিয়ে দ্বিতীয়বারও ব্যর্থ বিমান উড্ডয়ন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে নিয়ে দ্বিতীয়বারের মতো বিমান উড্ডয়নে ব্যর্থ হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

শুক্রবার দুপুরে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে উড়তে পারেনি বিমানটি। ফলে মালয়েশিয়া থেকে আসার পথে দ্বিতীয়বারের মতো উড্ডয়নে ব্যর্থ হলো সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ফ্লাইট।

এর অগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় থাই এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সিসিক মেয়র আরিফ। রানওয়ে ঘুরে উড্ডয়নের পূর্বমূহুর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বার বার উড্ডয়নের চেষ্টা করেও পাইলট ব্যর্থ হন। সবশেষে ফ্লাইটটি বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

মেয়র আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব সময়ের আলোকে বলেন, থাই এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা উড়োজাহাজের ভেতরে যাত্রীরা বসে থাকেন।

এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এই এয়ারলাইন্সে মেয়র আরিফ মালয়েশিয়ায় ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরছিলেন। পরে কর্তৃপক্ষ শুক্রবার বেলা ২টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে দেশে পাঠানোর ব্যবস্থা করলেও সে বিমানেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান সিসিকের জনসংযোগ কর্মকর্তা শিহাব।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর মালয়েশিয়ায় ‘এশিয়া প্যাসিফিক আরবান ফোরাম’ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিন দিনব্যাপী আয়োজিত ওই সম্মেলন শেষ হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]