ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

খাসিয়া নারী হস্তান্তর : যুবকসহ গরু ফেরত দিল ভারত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ৭:১৫ পিএম | অনলাইন সংস্করণ

খাসিয়া নারী হস্তান্তর : যুবকসহ গরু ফেরত দিল ভারত

খাসিয়া নারী হস্তান্তর : যুবকসহ গরু ফেরত দিল ভারত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় খাসিয়া নারীকে হস্তান্তরেরর পর এক বাংলাদেশি যুবকসহ অর্ধশত গরু ফেরত দিয়েছে ভারতীয় খাসিয়ারা।

বৃহস্পতিবার দুপুরে এই পতাকা বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৩টার দিকে। জৈন্তাপুর থানার ওসি শ্যামল বনিক সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল কাদির এবং বিএসএফের নেতৃত্বে ছিলেন আইএসপি সুরেন্দ্র রায়।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী টিপরাখলা গ্রামের বাসিন্দা হারিছ আলীর ছেলে ফিরোজ মিয়ার প্রেমের টানে সীমান্তবর্তী এসপিটিলা এলাকার হেওয়াই বস্তির খাসিয়া সম্প্রদায়ের গৃহবধূ পাঁচ সন্তানের জননী কারেংসু খাসিয়া পালিয়ে আসেন বাংলাদেশে। এর  জেরে বাংলাদেশের আবদুর নুর নামের এক যুবকসহ প্রায় অর্ধশত গরু ধরে নিয়ে যায় ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন।

এ ঘটনার পর থেক সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার টিপরাখলা সীমান্তের উভয় পাশে উত্তেজনা বিরাজ করছিলো। বুধবার ভারতীয় খাসিয়া কারংসুকে  মৌলভীবাজারের জুড়ি থেকে আটক করে পুলিশ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে খাসিয়া নারী কারেংসুকে বিএসএফের কাছে হস্তান্তর করা হলে তারাও বাংলাদেশি যুবক ও ধরে নিয়ে যাওয়া গরু ফেরত দেন।





এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]