বরিশালে শিক্ষার্থীবাহী বাস ও টেম্পু মুখোমুখি সংঘর্ষে, নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
|
বরিশাল নগরীতে শিক্ষার্থীবাহী বিআরটিসি বাস ও সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের বৌদ্যপাড়া এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে বরিশাল শের- ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পরে চালক নিজেকে রক্ষায় পালিয়ে যাওয়ায় বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতরা হলেন- টেম্পোর যাত্রী ঝালকাঠীর কাঁঠালিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক (৬০), এবং পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী নিপা মিস্ত্রি (৩০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়- বিআরটিসির ডাবল ডেকারের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে টেম্পুটি দুমড়ে- মুচড়ে যায়। এতে ওই টেম্পুটির চালকসহ ৮ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল খালেককে (৭০) পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিপা মিস্ত্রি (২৭) নামে ওই নারীও মৃত্যুবরণ করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম সময়ের আলোকে জানান, এই ঘটনায় একটি মামলা গ্রহণের পাশাপাশি ঘাতক বাসচালককে গ্রেপ্তারে পুলিশ মাঠে নেমেছে।’ |