ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ১২:০৩ পিএম | অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

হিন্দু ধর্মাম্বলীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটানা ৭ দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সাথে স্থল বন্দর ফিরে পেয়েছে কর্ম চঞ্চলতা।

শনিবার সকাল ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে আসায় কর্মব্যস্ত হয়ে উঠে বন্দরের সকল কার্যক্রম।

বন্দরের বাংলাহিলি কাষ্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ৫ অক্টোবর শনিবার থেকে হিন্দু ধর্মাবলাম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও গককাল শুক্রবার ১১ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি ছিল।

এ উপলক্ষে ভারতের হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক ১১ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৭ দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। আজ থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম।

এদিকে হিলি ইমিগ্রেশনের চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, ‘শারদীয় দুর্গাপূজাও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

 



এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]