ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ভৈরবসহ তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০১৯, ২:০৫ পিএম | অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ময়মনসিংহ স্টেশনের কাছে বাঘমারা রেলক্রসিং এলাকায় ট্রেনের সানটিং ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ভৈরবসহ তিনটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রবিবার সকাল ১০ টার দিকে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন এক লাইন থেকে অন্য লাইনে নেয়ার সময় ৬টি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে কেওয়াটখালী লোকো সেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

রেলওয়ের ময়মনসিংহের ট্রাফিক ইন্সপেক্টর তৌফিকুল আজিম জানান, সানটিং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে গৌরিপুর পর্যন্ত চলাচল বন্ধ রয়েছে। মোহনগঞ্জগামী একটি ট্রেন আটকা পড়েছে। তবে ঢাকাসহ অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কিছুসময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। ঘটনার তদন্তে রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টরকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]