পেঁয়াজের অর্থায়নে সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক
সময়ের আলো ডেস্ক
|
দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে পণ্যটির আমদানির অর্থায়নে সুদহার কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। এ বিষয়ে শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, এই কঠিন
সময়ে বাংলাদেশ ব্যাংক খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। কম সুদে ঋণ নিয়ে আমদানি
করতে পারলে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে। সম্প্রতি পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। ফলে দেশের বাজারে গত কয়েক দিনে পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাঁড়িয়ে যায়। এই নির্দেশনা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে। |