ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

তথ্যমন্ত্রী বললেন
ক্যাসিনো সংশ্লিষ্টতায় যার নামই আসুক আইনানুগ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২২.১০.২০১৯ ১:২৯ এএম | প্রিন্ট সংস্করণ

ক্যাসিনো সংশ্লিষ্টতায় যার নামই আসুক আইনানুগ ব্যবস্থা

ক্যাসিনো সংশ্লিষ্টতায় যার নামই আসুক আইনানুগ ব্যবস্থা

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনো সংশ্লিষ্টতায় যে কারও নামই যদি আসে, দেশে আইন আছে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য রাশেদ খান মেননের ক্যাসিনো সংশ্লিষ্টতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি তদন্তাধীন। আমি মনে করি, যদি এটি সত্য প্রমাণিত হয়, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক হবে এবং যে ধরনের রাজনীতিবিদের নাম এখানে আসছে, তা আসাটাই উচিত হয়নি বা আমরা কখনই তা কল্পনা করিনি। তবে যার নামই আসুক, আইন অনুযায়ী ব্যবস্থা। ভোলায় সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে প্রশ্নের জবাবে ভোলার ঘটনাকে ভিন্নখাতে নিতে একটি মহল পাঁয়তারা করছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ভোলার ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। যারা এ ধরনের ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক ফ্লাইট সেফটি শীর্ষক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। দলগত নিরাপত্তা নিশ্চিত করতে পারে দলগত প্রচেষ্টা প্রতিপাদ্য নিয়ে এই সেমিনার পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক ও বেসামরিক সংস্থাগুলোর মধ্যে উড্ডয়ন নিরাপত্তার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সেমিনারের উদ্বোধনী সভায় বক্তৃতা করেন। বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, মালয়েশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সেমিনারে অংশ নিচ্ছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]