ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

চিলিতে গার্মেন্টস লুট করার সময় আগুন, নিহত ৫
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে লুটেরাদের লাগানো আগুনে পুড়ে পাঁচজন নিহত হয়েছে। রোবাবার রাজধানী সান্তিয়াগোর কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, রাতে সান্তিয়াগোতে এক সংবাদ সম্মেলনে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস চ্যাডউইক ওই আগুন নাশকতাসহ বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত সহিংসতায় এ দিন সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। সামরিক বাহিনী ও পুলিশ দিনভর কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করেছে। রাতে প্রধান শহরগুলোয় কারফিউ জারি হয়। প্রথমে মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছিল, পরে বর্ধিত ভাড়ার সিদ্ধান্ত স্থগিত করা হলেও বিক্ষোভ থামেনি, আরও ছড়িয়ে পড়ে জীবনযাত্রার ব্যয় ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদের রূপ নিয়েছে। শুক্রবার দেশের পাঁচটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনইয়েরা। জরুরি অবস্থার ক্ষমতাবলে স্থানীয় কর্তৃপক্ষগুলোকে লোকজনের চলাচল ও সমাবেশ করার অধিকারের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার কর্তৃত্ব দেওয়া হয়েছে। বিবিসি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]