ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

পর্দার আড়াল থেকে কাশ্মিরে কাজ করছে অন্য কেউ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

জম্মু ও কাশ্মিরে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সেখানে অন্য কেউ পর্দার আড়ালে থেকে সন্ত্রাসবাদীদের মদদ দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। জেনারেল রাওয়াত বলেন, কেন্দ্র ওই রাজ্যের বিশেষ মর্যাদাকে বাতিল করার পর থেকেই সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দাদের হাতে তথ্য এসেছে। ধীরে ধীরে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠছে। কিন্তু পর্দার আড়াল থেকে অন্য কেউ সন্ত্রাসবাদী এবং বিভিন্ন গোষ্ঠীগুলোকে সহিংসতা ছড়ানোর জন্য মদদ দিয়ে যাচ্ছে। তিনি বলেন, কখনও পাকিস্তানের অভ্যন্তর থেকে আবার কখনও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বাইরে থেকে এমন প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা জম্মু-কাশ্মিরের শান্ত পরিবেশকে ব্যাহত করার চেষ্টা করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]