টানা জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছিল লিভারপুল। অবশেষে ইয়ুর্গেন ক্লপের দলের সেই জয়রথ থামাল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে দুই দল ড্র করেছে ১-১ গোলে। তবে টানা ম্যাচ জেতা লিভারপুলকে থামিয়েও খুশি নন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। প্রশ্ন তুলেছেন রেফারির ভূমিকা নিয়ে।
ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানইউ এগিয়ে যায় ৩৬ মিনিটে। গোলদাতা মার্কোস রাশফোর্ড। এ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল তারা। তবে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে লিভারপুল শিবিরে স্বস্তি ফেরান অ্যাডান লালান। ম্যাচও শেষতক হয় ড্র। যদিও ম্যাচে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নেন রেফারি। তাই ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন সুলশার।
ম্যানইউ বস বলেন, ‘এটি ফুটবলের একটি যথাযথ খেলা ছিল। আমরা প্রায়শই রেফারিদের প্রশংসা করতে পারি। তবে ভেবেছিলাম, তিনি এখানে খেলার মতোই খেলবেন। কিন্তু তিনি এটি ডার্বির মতো খেলেছেন, কিছু বিষয় এড়িয়ে যান। খেলোয়াড়রা দুর্দান্ত খেললেও ম্যান অব দ্য ম্যাচ রেফারি।’