রাজধানীতে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখা। মহাখালীর এসকেএস টাওয়ারে উদ্বোধন করা হয়েছে নতুন সিনেপ্লেক্সটির।
শনিবার সন্ধ্যায় কেক কেটে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ তিনটি হল নিয়ে নতুন এই সিনে থিয়েটার উদ্বোধন করেন তারা। এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও সাংসদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, মহাখালীর এসকেএস টাওয়ারের চতুর্থ তলার নতুন এই সিনেপ্লেক্সে তিন ক্যাটাগরির আসন বিন্যাস থাকবে। রেগুলার চেয়ারের পাশাপাশি নতুন সংযোজন হচ্ছে লাউঞ্জ এবং সেমি রিক্লাইনার ক্যাটাগরি। বিলাসবহুল এসব ক্যাটাগরিতে দর্শকরা আরও আয়েসী ভাবে সিনেমা উপভোগ করতে পারবেন।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে ‘স্টার সিনেপ্লেক্স’। এর মাহবুব রহমান রুহেল আরও জানন, পর্যায়ক্রমে ঢাকার মিরপুর, উত্তরা, পূর্বাচলসহ বিভিন্ন স্থানে আরও ২০ টি মাল্টিপ্লেক্স এবং দেশব্যাপী ১০০টি মাল্টিপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।