অভিবাসন খাত নিয়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সাত ক্যাটাগরিতে ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ পেলেন ১৩ সাংবাদিক। মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সাংবাদিকদের হাতে পুরষ্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।
চতুর্থবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যৌথভাবে পরিচালিত বাংলাদেশ সাইটেইনেবল রিইন্টিগ্রেশন ইমপ্রুভড মাইগ্রেশন গভর্নেন্স-প্রত্যাশা প্রকল্পের আওতায় এ বছর অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রেগ্রাম।
এ বছর (অনলাইন ক্যাটাগরি) পুরষ্কার প্রাপ্তরা হলেন- প্রিয় ডটকম’র (বর্তমান কর্মস্থ’ল দৈনিক সময়ের আলো) মো. ইমরুল কায়েস (প্রথম), বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র আব্দুল্লাহ আল হোসাইন (দ্বিতীয়) এবং বাংলাট্রিবিউনের সাদ্দিক সোহরাব (তৃতীয়), (ব্লগ/অভিমত ক্যাটাগরি) এটিএন বাংলার পরিচালক (বিতর্ক) হাসান আহমেদ কিরণ, (জাতীয় সাংবাদপত্র ক্যাটাগরি) নিউএজে’র মুহাম্মদ ওয়াসিম উদ্দিন ভুঁইয়া (প্রথম), ডেইলি স্টারের পরিমল পালমা (দ্বিতীয়), দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের আরাফাত আরা (তৃতীয়), (আঞ্চলিক সংবাদপত্র) সিলেট ভিত্তিক দৈনিক জালালাবাদ’র শাহী চৌধুরী, (টেলিভিশন ক্যাটাগরি) ইন্ডিপেডেন্ট টিভির মেজবাহুল ইসলাম (প্রথম), বাংলাভিশনের মেরাজ হোসেন গাজী (দ্বিতীয়), চ্যানেল টোয়েন্টিফোরের হাসিব হাসান (তৃতীয়)। এছাড়াও অনুষ্ঠান ক্যাটাগরিতে একমাত্র পুরষ্কার জিতেছে ইন্ডিপেডেন্ট টিভির তালাশ অনুষ্ঠানের মোঃ বনি আমিন।
অভিবাসন খাতে গণমাধ্যমের ভুমিকা বিষয়ে অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলিগেশন অব ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) টু বাংলাদেশ’র কো অর্ডিরেশন প্রধান (ভারপ্রাপ্ত) ডুয়্যর্ট বোস, আন্তর্জাতিক সংস্থার (আইওএম) এর বাংলাদেশ মিশনের প্রধান গিওরগি গিগারিও প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং অভিবাসন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ উপাস্থাপনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান।