ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯ ৬ কার্তিক ১৪২৬
ই-পেপার মঙ্গলবার ২২ অক্টোবর ২০১৯

সদরপুরের জেলেরা থেমে নেই
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম | প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছে জেলেদের একাংশ। প্রতিদিন সুযোগ পেলেই নদীতে নৌকা ও জাল নিয়ে নেমে পড়ছে তারা। তাদের কারেন্ট জালে শত শত মা ইলিশ ধরা পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নদীর বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করে ঢেউখালী ইউনিয়নের নবাব মোল্যার ঘাট, চরনাছিরপুর ইউনিয়নের মোল্যা কান্দি, কাচিকাটা বাজার, জঙ্গীকান্দি, চুঙ্গা কান্দি, হাওলাদার কান্দি বাজার, দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের নন্দলালপুর বাজারে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান চলছে।
কিন্তু অভিযানকারী দল চলে গেলেই নদীতে জাল ফেলি। তিনি আরও জানান, নদীতে বেশ কিছু ট্রলার এসে নৌকা থেকে মাছ ছিনতাই করে নিয়ে যায়।
নদীপাড়ের বাসিন্দাদের দাবি, চার উপজেলাকেন্দ্রিক পদ্মা আড়িয়াল খাঁ নদ। সদরপুর, চরভদ্রাসন, দোহার ও শিবচর সীমানা। বৃহৎ নদীতে পৃথক পৃথক অভিযান চললেও নদীতে একাধারে টহল দল না থাকার সুযোগে জেলেরা ইলিশ নিধন করে থাকে।
জানা গেছে, অভিযানে প্রতিনিয়ত জেলেরা ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়ে। সঙ্গে হাজার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও মণ মণ মা ইলিশ জব্দ করেন আদালত। এরপরও ইলিশ নিধন থেকে জেলেদের থামানো যাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, আমি সব সময় নদীতে অভিযান পরিচালনা করে আসছি। ইলিশ শিকার বন্ধে নদীতে তিনটি মোবাইল টিম পরিদর্শনে রয়েছে। নদীর পথ দীর্ঘ হওয়ার সুবাদে অসাধু জেলেরা সুযোগ পেলেই নদীতে ইলিশ শিকারে নামছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড-এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : [email protected]