পাউরুটি মজুদ রাখতে যা যা করতে হবে
সময় শৈলী ডেস্ক
|
সকালের খাওয়া থেকে ডিনার, পাউরুটির গুরুত্ব বিরাট। স্কুলের টিফিন হোক বা অফিসের হালকা খিদে মেটানোর জন্য উপযুক্ত। ফ্রিজে পাউরুটি ঢুকিয়ে রাখলেও কত দিন তা ভালো থাকবে কিংবা বাড়িতে বাইরের তাপমাত্রায় রাখলেই বা কত দিন ধরে তা খাওয়া স্বাস্থ্যসম্মত তা স্পষ্ট নয় অনেকের কাছেই। বাড়িতেও পাউরুটি সংরক্ষণের আগে কিছু নিয়ম মেনে চলতে হয়। ইস্ট থাকায় খুব বেশি দিন পাউরুটি তাজা রাখা যায় না। তাই মেয়াদ যা-ই হোক না কেন, প্যাকেট থেকে খুলে ঘরের তাপমাত্রায় দিন দুয়েক রাখার পর সেই পাউরুটি আর না খাওয়ার পরামর্শই দেন চিকিৎসকরা। |