ষ সাদা পোশাকে তেলের দাগ লেগেছে? একটি চক ঘষে নিন দাগের ওপর। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।ষ রুপার গয়না দীর্ঘদিন রেখে দিলে কালচে হয়ে যায়। এ সমস্যা থেকে দূরে থাকতে গয়নার বাক্সে চক রেখে দিন।
ষ চামচ বা স্টেইনলেস স্টিল যেখানে সংরক্ষণ করবেন, সেখানে কয়েক টুকরা চক রেখে দিন। জং ধরবে না এগুলোতে।
ষ ওয়্যারড্রোব বা লন্ড্রি ব্যাগে কয়েক টুকরা চক রেখে দিন, ভ্যাপসা গন্ধ হবে না কাপড়ে।
ষ ধাতব জিনিসে মরিচা পড়ে যায়। এগুলোকে ময়েশ্চার থেকে দূরে রাখতে চক রেখে দিন বাক্সে।
ষ চক দিয়ে দাগ এঁকে নিন জানালার পাশে বা রান্নাঘরের সীমানায়। পিঁপড়া ও পোকামাকড় আসবে না।
ষ সাদা পোশাক কিছুদিন ব্যবহার করলে হলদে হয়ে যায়। পোশাক থেকে এ ধরনের হলদে ভাব দূর করতে পরিষ্কার করার আগে চক ঘষে নিন।