* থালাবাটি গরম পানিতে ধোয়াটাই উচিত। * থালাবাটি ধোয়ার পর পানি ঝরিয়ে মুছে রাখতে হবে। নতুবা পানির দাগ পড়বে বাসনে। * থালাবাটি ধোয়ার সময় কম সাবান বা লিকুইড ব্যবহার করবেন এবং বাসন থেকে সাবানের গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। * সাবান দিয়ে ধোয়া পাতিল পানি ঝরিয়ে চুলায় দেবেন। * যদি এঁটো থালা-বাসন জমাতেই হয় তা হলে পানি ও সাবান দিয়ে রাখুন। * অবশ্যই থালা-বাসন ও হাড়ি-পাতিল জমিয়ে রাখার সময় এঁটো খাবার যেন না থাকে খেয়াল করবেন।