নিদ্রাহীনতা
তাজরিয়ান পার্লিয়া
|
নিদ্রাহীনতাকে ইংরেজিতে insomnia বা Sicepiessness বলে, যা একটি মানুষিক অসুস্থতা। যদিও ওহংড়সহরধ কাজ অনেক সাধারণ একটি অবস্থা। এই অসুস্থতার কারণে ঘুম আসতে সমস্যা হয়। নিদ্রাহীনতা আমাদের সরাসরি মৃত্যুর দিকে নিয়ে যাবে না, কিন্তু আমাদের অনেক ক্ষতি করবে। একজন সাধারণ মানুষের প্রতি রাতে সাত ঘণ্টার ঘুম প্রয়োজন, যদি কেউ পরিমাণ মতো ঘুম না পায় তাহলে তার দৈনিক জীবনে সাধারণ কাজ করতে সমস্যা হবে। কোনো কিছুতে মন বসবে না, কোনো কিছু করতে ইচ্ছা করবে না, মনোবল থাকবে না ইত্যাদি। ওহংড়সহরধ না নিদ্রাহীনতার সর্ব প্রথম লক্ষণ হলো ঘুম আসতে সমস্যা। যদি মাঝ রাতে ঘুম ভেঙে যার ও পরে আর ঘুম না আসে তাহলে এটাকেও নিদ্রাহীনতার লক্ষণ হিসেবে গ্রহণ করা হবে। এমন কিছু খাবার আছে যা খেলে ঘুম আসে না ও যদি আপনার ঘুম আসে না তাহলে এই খাবারগুলোকে এড়িয়ে চলা উচিত করা। যেমন বেশি কফি, চা, এনার্জি ড্রিকস, মাদক, মিষ্টি জাতীয় খাবার ও ঈধৎনড়যুফঢ়ধঃবং ইত্যাদি। ঘুমাতে যাওয়ার ছয় ঘণ্টা আগে থেকে এই খাবারগুলো ত্যাগ করা উচিত। |