আপনার জিজ্ঞাসা
মসজিদের ওপরতলায় নামাজ পড়া
ইসলামের আলো ডেস্ক
|
জিজ্ঞাসা : আমাদের মসজিদটি পাঁচতলাবিশিষ্ট। মূল মসজিদের সঙ্গে শুধু নিচতলায় বারান্দা আছে। মূল মসজিদের নিচতলায় এসি লাগানো হয়েছে বিধায় থাই গ্লাসের দরজা লাগানো হয়েছে যা এসি চলাকালে বন্ধ থাকে। এবং ইমাম বরাবর ওপরের ফাঁকা জায়গাটিও বন্ধ করে দেওয়া হয়। প্রশ্ন হলো, বারান্দায় বা ওপরের তলায় দাঁড়িয়ে যারা ইমামের নামাজের ইক্তেদা বা অনুসরণ করেন তাদের নামাজ হবে কিনা! |