হাদিসের আলো
কোরআন শিখে ভুলে না যাওয়া
ইসলামের আলো ডেস্ক
|
হজরত সাদ ইবনে উবাদা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোরআন শেখার পর তা ভুলে যায়, আল্লাহ তায়ালা তাকে হাশরের মাঠে এমন অবস্থায় উঠাবেন যে, কুষ্ঠ রোগের মতো তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঝলসানো মনে হবে।’ (আবু দাউদ : ১৪৭৪) |